পর্তুগালের মধ্যাঞ্চলীয় পোম্বাল শহরে একটি বাগান থেকে একটি ডাইনোসরের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এর চাইতে বড় আকারের ডাইনোসরের দেহাবশেষ সম্ভবত আর কোথাও এখন অবধি মেলেনি।২০১৭ সালে ওই কঙ্কালটির হদিস মেলে। এক ব্যক্তি নিজের বাড়িতে নির্মাণকাজ শুরু করার জন্য মাটি খুঁড়ে ওই কঙ্কাল খুঁজে পান। এটি…